অনলাইন ডেস্ক, লাখোকন্ঠঃ ১৫ সেপ্টেম্বর ২০২৩, রোজ শুক্রবার বিকাল ৫টার সময় রাজশাহীর বাঘা আড়ানী শ্রীমৎ কৃষ্ণ প্রসন্ন ক্ষ্যাপা বাবার আশ্রমে বাঘা উপজেলা ও আড়ানী পৌরসভার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু,বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি-শ্রী সুজিত কুমার পান্ডে বাকু, সাধারণ সম্পাদক -অপূর্ব কুমার সাহা।
হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের বাঘা উপজেলা সভাপতি-রামগোপাল সাহা এছাড়া বাঘা উপজেলা,পৌরসভা,বিভিন্ন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতা, কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ আড়ানী পৌরসভার সভাপতি -প্রবিন্দ্রনাথ দোবে পলাশ,সাধারণ সম্পাদক- স্বপন সরকার। হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ঐক্য পরিষদের আড়ানী পৌরসভার সভাপতি- শ্রী সঞ্জয় কুমার দাস,সাধারণ সম্পাদক- সনাতন দোবে নির্বাচিত হন। সবশেষে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এম.পি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।