Ad: ০১৭১১৯৫২৫২২
২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

গুগল ট্রান্সলেটে ছবি থেকে লেখা অনুবাদ করার নিয়ম

বার্তা কক্ষ
মার্চ ২৮, ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগল ট্রান্সলেট কাজে লাগিয়ে এক ভাষার শব্দ অন্য ভাষায় অনুবাদ করেন অনেকেই। তবে মাঝেমধ্যে ছবিতে থাকা লেখা অনুবাদের প্রয়োজন হয়। চাইলে গুগল ট্রান্সলেটের মাধ্যমেই ছবিতে থাকা লেখা অন্য ভাষায় অনুবাদ করে পড়া যাবে।

নতুন এ সুবিধা দিতে সম্প্রতি নিজেদের লেন্স সুবিধা গুগল ট্রান্সলেটে যুক্ত করেছে গুগল। বর্তমানে ১১৩টি সোর্স ভাষা ও ১৩৩টি ডেসটিনেশন ভাষায় এ ফিচার ব্যবহার করা যাবে। অনুবাদের ফলাফলের নিচে ‘লেন্স ট্রান্সলেট’ লেখাটি দেখা যাবে।

ছবিতে থাকা লেখা অনুবাদের পদ্ধতি দেখে নেওয়া যাক— ছবিতে থাকা লেখা অনুবাদ করার জন্য প্রথমে কম্পিউটার বা ফোন থেকে https://translate.google.com/ ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ইমেজ ট্যাবে ক্লিক করে কম্পিউটার বা ফোন থেকে ছবি নির্বাচন করতে হবে। এবার ছবিতে থাকা লেখার ভাষা এবং যে ভাষায় অনুবাদ করতে চান তা নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে ছবির সব লেখা অনুবাদ হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি আইফোনেও এ সুবিধা ব্যবহার করা যাবে।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।