লাখোকন্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি: প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠিয়েছে ভারত। চাঁদে যান পাঠানো চতুর্থ দেশ তারা। এসব তকমার পর এবার নতুন আরেকটি তকমা যুক্ত হতে যাচ্ছে ভারতের সঙ্গে। মহাকাশে নারী রোবট পাঠানোর পরিকল্পনা শুরু করেছে দেশটি। শনিবার (২৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।