Ad: ০১৭১১৯৫২৫২২
২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

মহাকাশে এবার নারী রোবট পাঠাবে ভারত

বার্তা কক্ষ
আগস্ট ২৬, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

জিতেন্দ্র সিংয়ের ঘোষণার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, মহাকাশে ভারতের পরবর্তী গগণযান মিশনে ব্যোম মিত্রা নামের এক নারী রোবট যাবেন। ওই মিশনের মধ্য দিয়েই প্রথমবার মহাকাশে নভোচারী পাঠাবে ভারত।

ভারতের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, করোনা মহামারির কারণে গগণযান প্রকল্পে দেরি হয়েছে। আগামী অক্টোবরে প্রথম ট্রায়াল শুরু করা হবে। এতে অংশ নেবের নভোচারীরা। এরপরই পাঠানো হবো নারী রোবট ব্যোম মিত্রাকে। সে মানুষের সব কাজ করতে সক্ষম। সবকিছু ঠিক থাকলে এগিয়ে যাবে প্রকল্প।

ধারণা করা যাচ্ছে, ২০২৪ কিংবা ২০২৫ সালের দিকে ব্যোম মিত্রাকে মহাকাশে পাঠানো যাবে। এর পর মনুষ্যবাহী যান পাঠাবে ভারত। সবকিছু ঠিকঠাক মতো ঘটলে, ভারত হবে মহাকাশে মানুষ পাঠানো চতুর্থ দেশ।

ভারতের ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’ ভারতীয় সময় বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে। এর মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল আমেরিকা, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।

২০১৯ সালের ‘চন্দ্রযান-২’ মিশন সফল হতে না পারলেও এবার ‘চন্দ্রযান-৩’ নিয়ে বড় প্রত্যাশায় ছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা। সফল হওয়ায় ভারতজুড়ে আনন্দের বন্যা বইছে।



এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।