খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচ বাইরে থাকার পর আইপিএলে অবশেষে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশ সময় রাত ৮টায় খেলা শুরু হবে।
মঙ্গলবার টসের সময় মুস্তাফিজকে একাদশে রাখার কথা জানান দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মুস্তাফিজের না খেলা প্রথম তিন ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি দিল্লি। একই অবস্থা মুম্বাইয়েরও। তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছে তারা। তাই দুই দলই আজ নামছে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে।
আগের ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে দিল্লি। ইনজুরিতে পড়া খলিল আহমেদের জায়গায় ঢুকেছেন ইয়াশ ঢুল। অন্যদিকে রাইলি রুশোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।