লাখোকণ্ঠ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের নারী ক্রিকেটে নিয়োগ দেওয়া হলো প্রধান ফিজিক্যাল পারফরম্যান্স কোচ। দুই বছরের চুক্তিতে এই দায়িত্ব নিলেন ইংল্যান্ডের ইয়ান ডুররেন্ট।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এক দশকের বেশি সময় ধরে তিনি দলটির স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন। ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছে গেছেন ইয়ান।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, বাংলাদেশ নারী দলের সঙ্গে যুক্ত হয়ে আমি রোমাঞ্চিত। নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি। সবার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষার তর সইছে না আমার। নারী দলের সামনে এখন ব্যস্ত বছর। কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।