লাখোকণ্ঠ স্পোর্টস ডেস্ক: সেই ২০১৩ সালে বাংলাদেশে সর্বশেষ ওয়ানডে খেলতে এসেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল, যার সঙ্গে দেশের ক্রিকেটপ্রেমীদের অনেক সুখস্মৃতি জড়িয়ে। সেবারই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দশ বছরে দুই দেশের ক্রিকেটে অনেক উত্থানপতন হলেও বাংলাদেশে আর ওয়ানডে খেলতে আসা হয়নি নিউজিল্যান্ডের। ২০২১ সালে এলেও সেবার শুধু টি-টোয়েন্টি খেলেছিল তারা।
সে ধারার ব্যতিক্রম হচ্ছে আগামী সেপ্টেম্বরে। দশ বছর পর বাংলাদেশে ওয়ানডে আর টেস্ট সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড। আগেই জানা গিয়েছিল, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে ও পরে দুই ভাগে বাংলাদেশে আসবে কিউইরা – বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে, এরপর টেস্ট। সেই দুই সফরের খুঁটিনাটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ওয়ানডেই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে তিনটি খেলেই বিশ্বকাপ খেলতে ভারত যাবে দুই দল। বিশ্বকাপ শেষে নভেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আবার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের প্রথম সিরিজ হতে যাচ্ছে সেটা। টেস্ট দুটির ভেন্যু এখনও জানা যায়নি।
এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচগুলোর ভেন্যু ও তারিখ সম্পর্কে –
প্রথম ওয়ানডে – ২১ সেপ্টেম্বর – শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
দ্বিতীয় ওয়ানডে – ২৩ সেপ্টেম্বরে – শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
তৃতীয় ওয়ানডে – ২৬ সেপ্টেম্বর – শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর
প্রথম টেস্ট – ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর
দ্বিতীয় টেস্ট – ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর