Ad: ০১৭১১৯৫২৫২২
২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
 1. অর্থনীতি
 2. আইন আদালত
 3. আইন শৃংখলা
 4. আন্তর্জাতিক
 5. কৃষি অর্থনীতি
 6. খেলাধূলা
 7. চাকরি-বাকরি
 8. জাতীয়
 9. জীবনের গল্প
 10. ধর্ম
 11. নির্বাচনী হাওয়া
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজধানী

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব ও দলে গ্রুপিং নিয়ে মুখ খুললেন তামিম

বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ। দুজনের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সফল হননি তিনি। ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধম ক্রিকবাজকে এক সাক্ষাতকারে নাজমুল হাসান পাপন দাবি করেছেন- জাতীয় দলের ড্রেসিংরুম এখন মোটেও ‘স্বাস্থ্যকর’ নয়, সেখানে সিনিয়র ক্রিকেটারদের রেষারেষির পাশাপাশি চলছে ‘গ্রুপিং’।

এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি দাবি করেছেন, বাংলাদেশের ড্রেসিংরুম খুব হেলদি এবং সেখানে সবসময় স্বাভাবিক পরিবেশ বিরাজ করে।

আজ মিরপুরে  ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে দলের মধ্যে কোন্দল, গ্রুপিংয়ের বিষয়ে কথা বলেন তামিম ইকবাল। ওয়ানডে দলের অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, ‘বোর্ড প্রেসিডেন্ট বলছেন, দলে নাকি অনেক গ্রুপিং আছে। এ বিষয়ে আপনার ভাষ্য কী?’

জবাবে তামিম বলেন, ‘আমি ১৭ বছর যাবত জাতীয় দলে খেলছি। কোনো সময় কোনো গ্রুপিং দেখিনি। গত তিনদিন যাবত আমরা প্র্যাকটিস করলাম। এখনো তো কোনোরকম কোনো গ্রুপিং চোখে পড়েনি। প্র্যাকটিসে এসে আমরা সবাই মজা করছি, হাসি ঠাট্টা করছি।’

তিনি আরও বলেন, ‘তবে হ্যাঁ, আমি গত ৬ মাস দলের সঙ্গে ছিলাম না। এই ৬ মাসে কোনো কিছু (গ্রুপিং) বেড়ে উঠলে তো তা আমার জানা থাকার কথা নয়। তবুও আমি বলবো, গ্রুপিংয়ের কোনো সম্ভাবনা নাই। তার কারণ হলো, গত তিনদিন আমরা একসঙ্গে প্র্যাকটিস করছি। সবকিছুই নরমাল। আমরা খুবই আনন্দঘন পরিবেশে প্র্যাকটিস করছি।’

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘ড্রেসিং রুমে হেলদি পরিবেশ আছে। ভেতরে কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলে দিই, আমরা ওয়ানডেতে গত ৫/৬টা সিরিজ খুবই ভালো খেলছি এবং খেলে আসছি। টিমের মধ্যে সমস্যা থাকলে, গ্রুপিং থাকলে নিশ্চয়ই এ রেজাল্ট হতো না।’এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।