পাবনা প্রতিনিধি, লাখোকন্ঠঃ বিএনপি-জামায়াতের ডাকে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে পাবনা জেলা পুলিশ। আজ (২৯ অক্টোবর) রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়।
এদিন সকালে থেকে থেকেই অনেকটা ফাঁকা দেখা গেছে বাস টার্মিনাল এলাকা। দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, ব্যক্তিগত গাড়ি বেশি চোখে পড়েছে। দীর্ঘ অপেক্ষার পর কোনো বাস পেলে তাতে অফিসমুখী ও কর্মজীবী মানুষজনকে ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে। সরেজমিনে পাবনার বাস টার্মিনাল এলাকা, সহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় গণপরিবহণ কম থাকায় সাধারণ মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা নিজেদের প্রয়োজনে গাড়ি রিজার্ভ করেই গন্তব্যে ছুটছেন। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি বুঝে রাস্তায় বাস ও ছোট বড় গাড়ীর সংখ্যা বাড়বে বলে জানিয়েছে গণপরিবহণ সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন
পাবনার পুলিশ সুপার আকবর আল মুন্সি। তিনি বলেছেন, মানুষের স্বাধীন চলাফেরায় কাউকে বাধা প্রদান করতে দেওয়া হবে না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।