ইমরুল হাসান, নিজস্ব প্রতিনিধিঃ চলমান আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিতীয় দফার অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।
তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন খানের নেতৃত্বে অবরোধের দ্বিতীয় দফার ১ম দিনে সকাল ৮.০০মিঃ এ রাজধানীর কাওরান বাজার থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত মিছিল ও সড়ক অবরোধ করে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন…শামিম আহমেদ রবিন এস,আই,জুয়েল শিকদার আশিক আহমেদ, হাফিজ আল মাহমুদ,নাঈমুল ইসলাম নাজিম, আল মামুন মালতিয়া নাজমুল হুদা রাকিব,মেসকাত হোসেন,মাহফুজুর রহমান,রাসেদ খান আনোয়ার হোসেন রানা,হাসনাইন আহমেদ,সজিব আহমেদ সাইফুল ইসলাম শাহিন সজিব আহমেদ হৃদয় সহ আরো অনেক নেতা কর্মী।
মিছিল পরবর্তী সমাবেশে তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি মোঃ ফয়সাল দেওয়ান বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এ লড়াই জনগণের ভোটাধিকার আদায়ের লড়াই, মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমরা নিশ্চয়ই বিজয়ী হব ইনশাআল্লাহ ।