ইমরুল হাসানঃ বিএনপির ডাকা ৫ম দফার ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিনে মিছিল ও পিকেটিং করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। আজ বুধবার রাজধানীর ফার্মগেট এলাকায় কাজী নজরুল ইসলাম সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে তারা। পরে মিছিলটি তেজগাঁও থানা পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
সংগঠনের সভাপতি ফয়সাল দেওয়ান ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন খানের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন—
শামিম আহমেদ রবিন, মোঃ সাখাওয়াত হোসেন সরকার, এস, আই, জুয়েল শিকদার, আশিক আহমেদ, নাঈমুল ইসলাম নাজিম,মামুন মালতিয়া, নাজমুল হুদা রাকিব, মেশকাত হোসেন, নাহিদুল ইসলাম বেপারী, আনোয়ার হোসেন রানা, আব্দুর রহমান, রাশেদ খান, সোহানূর রহমান সাগর, সাজ্জাদ হোসেন শাকিল, মিনহাজুল ইসলাম আবেদিন, মাহমুদ, হাসনাইন আহমেদ, সাইফুল ইসলাম (শিকদার শাহিন), নাজমুল হাসান পাপন, সজিব আহমেদ হৃদয়, আতিকুর রহমান শামিম, আল ইসলাম সহ আরও অর্ধশতাধিক নেতাকর্মী।
তেজগাঁও ছাত্রদল সভাপতি মোঃ ফয়সাল দেওয়ান বলেন, স্বৈরাচার হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাবো না! ফ্যাসিস্ট হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া আওয়ামী পুলিশ বাহিনী যতই গ্রেফতার করুক না কেন, সাধারণ জনগণের এ আন্দোলন থামানো যাবে না!! গণতন্ত্র পুনরুদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ!