লাখোকণ্ঠ প্রতিবেদক: প্রায় একদশক পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। খেলা দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইউটিউব চ্যানেলে।
১১ বছর পর মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। অভিজ্ঞ তিন ক্রিকেটার জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকিকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। তাদের জায়গা হয়নি স্কোয়াডে।
পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা থাকছেন দুই ফরম্যাটেই। কেবল রিচা ঘোষ, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়কে বিশ্রামে রেখেছে তারা।
ডাক পাওয়া নতুন মুখ- উইকেটরক্ষক উমা ছেত্রি, রাশি কানোজিয়া, আনুশা বেরেডি এবং মিন্নু মানি।
দ্বিপাক্ষিক সিরিজের জন্য ভারতীয় মেয়েরা সবশেষ বাংলাদেশ সফর করেছিল ২০১৪ সালে। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিল তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
এবার যোগ হয়েছে ওয়ানডেও। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।
৯, ১১ ও ১৩ জুলাই টি-টুয়েন্টি সিরিজের পর ১৬, ১৯ ও ২২ জুলাই বাংলাদেশ-ভারত খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।