লাখোকণ্ঠ প্রতিবেদক: প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮৪তম সভা বুধবার (৬ই সেপ্টেম্বর) বিকেল ৩টায় কোম্পানির প্রধান কার্যালয় এর পরিচালনা পর্ষদ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন, এনডিসি,পিএসসি (এলপিআর)।
উক্ত পর্ষদ সভায় উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বজলুর রশীদ এমবিই আরও উপন্থিত ছিলেন পরিচালক গোলাম মোস্তফা আহম্মেদ, জাকারিয়া আহাদ, আব্দুল মালিক, বাবেল মিয়া, মোহাম্মদ মিজানুর রহমান, এমএ করিম, কামাল মিয়া, এম.এ শোয়েব চৌধুরী, মো: জামিল শরীফ পিএইডি, এফসিএমএ ও ড. তাজরিনা ফারাহ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: শাহজাহান আজাদী সিইও, মো: আব্দুল করিম ভারপ্রাপ্ত কোম্পানির সচিব ও মোহাম্মদ আব্দুলাহ আল – মামুন ভারপ্রাপ্ত কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা সিএফও।
এ ছাড়াও উক্ত পর্ষদ সভায় কোম্পানির ব্যবসা বৃদ্ধি সহ সার্বিক অবস্থায় উন্নয়নে কাজ করার জন্য সকলের আন্তরিকভাবে ঐক্যমত পোষণ করেন।