লাখোকণ্ঠ আন্তর্জাতিক ডেস্ক: গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগে পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বছরে নিষেধাজ্ঞার হিড়িক পড়েছে। নাইজেরিয়াম, বেলারুশ, উগান্ডা, কম্বোডিয়া, সোমালিয়ায় ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন।
সেই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল নিকারাগুয়ার বেশকিছু কর্মকর্তার ওপরও। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে আরও ১০০ জন। রবিবার (২০ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নিকারাগুয়ার আরও একশ জনের ভিসায় নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে টুইট করেছেন।
টুইটে ব্লিনকেন বলেছেন, গণতন্ত্রকে দুর্বল করে তোলা এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর ভিসানীতি সীমাবদ্ধ করা হলো। একই সঙ্গে দেশটিতে গ্রেফতার হওয়া বিশপ আলভারেজের মুক্তি প্রার্থনা করেছে যুক্তরাষ্ট