জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান নামে শিশু মারা গেছে।
১৬ সেপ্টেম্বর শনিবার সকালে এ ঘটনা ঘটে। ফাহিম হাসান (৭) ধানুয়া উত্তরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। জানা যায়, বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে ফাহিম হাসান সকালে নিখোঁজ হয়। পরে স্থানীয় একটি পুকুরে ফাহিম হাসানের লাশ পাওয়া যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।