Ad: ০১৭১১৯৫২৫২২
২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অর্থনীতি
 2. আইন আদালত
 3. আইন শৃংখলা
 4. আন্তর্জাতিক
 5. আবহাওয়া
 6. কৃষি অর্থনীতি
 7. খেলাধূলা
 8. চাকরি-বাকরি
 9. জাতীয়
 10. জীবনের গল্প
 11. ধর্ম
 12. নির্বাচনী হাওয়া
 13. ফিচার
 14. বিজ্ঞান ও প্রযুক্তি
 15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হজ্জে মৃত্যুবরণ করলে সৌদিআরবে দাফন করা হয় / পবিত্র হজ্জ করতে গিয়ে ১১১ জন বাংলাদেশি হাজীর মৃত্যু হয়েছে

নিউজ রুম
জুলাই ২০, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব : সৌদি আরবে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে গতকাল বুধবার পর্যন্ত ১১১ জন বাংলাদেশি হাজীর  মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে পুরুষ ৮৬ জন এবং নারী ২৫ জন। মক্কায় মারা গেছেন ৯১ জনমদিনায়  জনজেদ্দায় জনমিনায়  জনআরাফায় ২জন  মুজদালিফায় ১জন।সৌদি আরবের আইন অনুযায়ীএদের কলকেই সৌদিতে দাফন করা হয়েছে।

তথ্যে জানা যায়গতকাল বুধবার মারা যাওয়া সর্বশেষ হাজীর নাম মো. শহিদুল ইসলাম। মৃত্যুকালে তার বয়সহয়েছিলো ৬৩ বছর।

সৌদি আরবের আইন অনুযায়ীকোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদিরবে দাফন করা হয়। মৃতদেহ তার নি দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবারপরিজনের কোনো আপত্তি গ্রহণ করা হয় না।

মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনা মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দা জানাজা হয়। জানাজা শেষে মক্কা শারায়া কবরস্থানে দাফন করা হয় মদিনারজান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

 এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।