Ad: ০১৭১১৯৫২৫২২
২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
 1. অর্থনীতি
 2. আইন আদালত
 3. আইন শৃংখলা
 4. আন্তর্জাতিক
 5. আবহাওয়া
 6. কৃষি অর্থনীতি
 7. খেলাধূলা
 8. চাকরি-বাকরি
 9. জাতীয়
 10. জীবনের গল্প
 11. ধর্ম
 12. নির্বাচনী হাওয়া
 13. ফিচার
 14. বিজ্ঞান ও প্রযুক্তি
 15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে নাটক ‘বিয়ে পাগল বুলবুল’!

নিউজ রুম
জুলাই ৯, ২০২৪ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক: এম এইচ মুন্না প্রযোজিত ‘বিয়ে পাগল বুলবুল’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন, শেখ নাসির উদ্দীন।

নাটকটি ১৫ জুলাই রোজ সোমবার দুপুর ২ টায় MH Munna Production এর ইউটিউবে চ্যানেলে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যায় বুলবুল বিয়ে পাগল বারবার পাত্রী দেখতে গিয়েও নানান বিপত্তির সম্মুখে পড়েন।

বুলবুলের জন্য পাত্রী দেখতে গিয়ে বন্ধু নাসির আর রবিনের বিপত্তিরও যেনো শেষ নেই। পাত্রী দেখতে গিয়েই বুলবুলের পাগলামিতে পাত্রীদের বাড়িতে নানান ঝামেলা সৃষ্টি করে বুলবুল পরে দুই বন্ধুর সহযোগিতায় বেঁচে ফিরলেও থেমে থাকেনা বুলবুলের পাত্রী দেখা মিশন।
শেষমেশ নাসির রবিন সীদ্ধান্ত নেয় এই বিয়ে পাগলকে নিয়ে পাত্রী দেখা অসম্ভব কিন্তু শেষে বিয়ে পাগল বুলবুলের পাগলামি গড়ায় গ্রাম্য বিচার পর্যন্ত। এদিকে বুলবুল বিয়ে পাগল হলেও তার বড় ভাই ভবের পাগল। সবমিলিয়ে কমেডি নির্ভর এই নাটকটিতে দর্শক আলাদা আনন্দ পাবে এমনটাই প্রত্যাশা করছেন নাটকটির প্রযোজক এম এইচ মুন্না। এতে অভিনয় করেছেন এম এইচ মুন্না, জুই, নাসির উদ্দীন, ফারজানা ববি, সুমন আহমেদ বাবু, রবিন, জাহাঙ্গীর আলম প্রমুখ।এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।