লাখোকণ্ঠ প্রতিবেদক : সিলেটের ৫ শতাধিক প্রকৌশল শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার গাইডলাইন সেমিনার Shape Your Dream. উক্ত আয়োজনে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মোঃ হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
প্রকৌশলী আব্দুল মালেক ও রাহাতের যৌথ সঞ্চালনায় স্কুল অব ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী নাজিম সরকারের সভাপতিত্বে উক্ত সেমিনারে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী রাণী বসাক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান লস্কর এবং সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের শিক্ষক আবদুর রহিম। গেষ্ট অব অনারের বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর নিয়ন্ত্রক মো: হোসেন পাটোয়ারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু চাকরী করতে হবে এ মানসিকতা পরিহার করে উদ্যোক্তা হতে স্বপ্ন দেখতে হবে।
সেশান স্পিকার হিসেবে আরো বক্তব্য রাখেন মেটা কমিউনিটি লিডার প্রকৌশলী হাসান মাহমুদ, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক ও টেক বাংলাদেশের প্রতিষ্ঠাতা আজাদুর রহমান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।