চট্টগ্রাম প্রতিনিধি, লাখোকন্ঠঃ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গত রবিবার (৮ অক্টোবর) রাতে অটোরিকশা চালক ও ভাসমান হকারদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। জনমনে ভীতি ছড়িয়ে দিতে আজাদ বাহিনী নির্বিচারে কুপিয়ে তিনজনকে রক্তাক্ত জখম করে। নৃশংস এ হামলায় অন্তত দশজন আহত হয়েছে। ভুক্তভোগীরা চান্দগাঁও থানা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও আইনি সহায়তা পাচ্ছেন না। নুরুল আলম নামে এক ভুক্তভোগী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে লিখিত এজাহার জমা দেন থানায়। অভিযোগ উঠেছে, চান্দগাঁও থানা পুলিশ মামলা রেকর্ড না করে উল্টো নানা অজুহাতে গড়িমসি শুরু করেছে৷ এনিয়ে ভুক্তভোগীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
জানা যায়, রাতার মাথা এলাকায় কেউ চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে কিংবা বিলম্ব হলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। লোহার রড দিয়ে ইচ্ছেমতো পেটানো হয়। এমনকি ছুরি-চাপাতি দিয়ে কুপিয়ে কিংবা ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত যখম করা হয়। চান্দগাঁও থানা এলাকায় দুর্ধর্ষ আজাদ বাহিনীর নৃশংসতার এ দৃশ্য দীর্ঘ দিনের। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকা ফের রক্তাক্ত হওয়ার আশংকা করা হচ্ছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ছয় মাস আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে আত্ম গোপনে চলে যায় শীর্ষ সন্ত্রাসী আজাদ। পরিস্থিতি স্বাভাবিক দেখে সম্প্রতি এলাকায় ফিরে এসে ফের অপরাধমূলক কর্মকাণ্ডে নেমে পড়ে আবারও। তার বিরুদ্ধে মহানগর ও জেলার বিভিন্ন থানায় ডজনের বেশি মামলা রয়েছে। তবে রহস্যজনক কারণে ধরাছোঁয়ার বাইরে দুর্ধর্ষ এই সন্ত্রাসী।

উল্লেখ্য, গত ২৮ মার্চ চাঁদা আদায়ে অটো রিকশা চালকদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় চাঁদাবাজ আজাদ। এ ঘটনায় মামলাও দায়ের হয়। তবে বরাবরের মতোই ধরাছোঁয়ার বাইরে ছিল আজাদ।
আজাদের নির্যাতনের শিকার গরীব অসহায় মানুষ এবং এলাকাবাসী ক্ষোভে ফুঁসে ওঠেন সেসময়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় সন্ত্রাসী আজাদ। ১৫ মার্চ রাতে চাঁদা না দেয়ায় রহিম নামে আরেক অটো রিকশা চালকের মাথায় ছুরিকাঘাত করা হয়। ৬ ফেব্রুয়ারী চাঁদা দিতে বিলম্ব হওয়ায় কিরণ নামে এক চালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে রক্তাক্ত যখম করা হয়। ৯ জানুয়ারী চাঁদাবাজির সংবাদ সংগ্রহ করতে গেলে আবুল কালাম নামে এক ফটো সাংবাদিক আজাদের হামলার শিকার হন। এসব ঘটনায় একের পর এক মামলা হলেও আজাদ ছিল ধরাছোঁয়ার বাইরে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।