Ad: ০১৭১১৯৫২৫২২
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইন শৃংখলা
  4. আন্তর্জাতিক
  5. কৃষি অর্থনীতি
  6. খেলাধূলা
  7. চাকরি-বাকরি
  8. জাতীয়
  9. জীবনের গল্প
  10. ধর্ম
  11. নির্বাচনী হাওয়া
  12. ফিচার
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. রাজধানী
আজকের সর্বশেষ সবখবর

নিউজ রুম
জানুয়ারি ২৭, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা ব্যাংকের ৯ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

 

গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গলে এনআরবিসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়ীওয়ালা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ব্যাংকের এই উপশাখায় কোনো নিরাপত্তা কর্মী নেই। পর্যাপ্ত সিসি ক্যামেরাও নেই৷

 

ব্যাংকের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় ৯ লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যান। পরে জানতে পারেন, সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

 

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, শাখারিয়ার পল্লীমঙ্গলে বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ছাদ দিয়ে ঢুকে ব্যাংকের সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে। সেখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই, কোনো নিরাপত্তাকর্মীও নেই। যে ক্যামেরা আছে তার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।

  • বিষয় :


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।